Dr. Neem on Daraz
Victory Day
‘মিক্সড মার্শাল আর্ট ফাইট নাইট’

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৪:৩৩ পিএম
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঢাকা : ভারতের মাঠে স্বাগতিকদের হারিয়ে ‘অ্যামেচার মিক্সড মার্শাল আর্ট ফাইট নাইট’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোল অব ওয়ারিয়র্সের আয়োজনে কোলকাতার সলটলেক সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে স্বাগতিক ভারত।

দুই দেশের মধ্যকার এ ফাইট নাইটে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫টি বাউট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রথম বাউটে খেলেন মো. রায়হান, দ্বিতীয় বাউটে মো. সাব্বির হোসেন, তৃতীয় বাউটে এমরানুল ইসলাম ফয়সাল, চতুর্থ বাউেট মো. হুসাইন কবির ও পঞ্চম বাউটে লড়েন জাসপার লালখম সাং। ৫টি বাউটের মধ্যে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

রবিবার প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান সোল অব ওয়ারিয়র্স এর ম্যানেজিং ডিরেক্টর ও ভারতের প্রথম মহিলা এমএমএ প্রোমোটার রিতু চক্রবর্তী।

চ্যাম্পিয়ন বাংলাদেশের দলনেতা হাবিবুল্লাহ পারভেজ বলেন, আমরা সারা বছর ধরে অনুশীলন চালিয়ে আসছি। যখন কোন প্রতিযোগিতা সামনে আসে তখন আমরা অনুশীলনের মাত্রা আরো বাড়িয়ে দেই। এটি তারই ফসল। ভারতে খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছি এটি আমাদের কাছে মুজিববর্ষের একটি বড় অর্জন। বিশেষ বছরে আমরা দেশকে একটি চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিতে পেরে খুব খুশি। আমরা যদি সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পাই তাহলে সামনে আরো ভাল করতে পারবো ইনশাল্লাহ। 

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে