Dr. Neem on Daraz
Victory Day

উইকেট দেখে একাদশ সাজাবেন মাশরাফি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৯:৫৮ পিএম
উইকেট দেখে একাদশ সাজাবেন মাশরাফি

সিলেটের উইকেট পরখ করছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ ওটিস গিবসন। ছবি: সংগৃহীত।

ঢাকা: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রবিবার (১ মার্চ) থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি ম্যাচই। তা কেমন হবে সিলেটের উইকেট? এই উইকেটে ব্যাটসম্যানদের অনুকূলে থাকবে নাকি বোলারবান্ধব হবে সেটি এখনো বলা যাচ্ছে না। স্বয়ং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ম্যাচের দিন তারা উইকেট দেখে একাদশ সাজাবেন।

শনিবারও সিলেটের উইকেটে ঘাস দেখা গেছে। আর সে কারণেই বাংলাদেশ অধিনায়ক ঠাওর করতে পারেননি প্রথম ওয়ানডের জন্য কেমন হবে একাদশ। সংবাদ সম্মেলনে মাশরাফি শুধু এটুকু বললেন,‘উইকেট দেখে মনে হয়েছে ঘাস আছে। কাটবে বলেছে। অনুমান করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে যখন এখানে খেলেছিলাম তখন অনেক স্লো ছিল।’

সিলেটে এখনো অবধি ওয়ানডে একটাই হয়েছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচের উইকেট ছিল কিছুটা মন্থর। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে দুপুর ১টায় শুরু হওয়ায় দিনের আলোতেই হয়ে যাবে ম্যাচের অনেকটা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে ১৯৯ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। খেলা হয়েছিল ডিসেম্বরে। তখন একরকম ছিল এখন আরেকরকম। মাশরাফি তাই বলছেন,‘ শিশির ছিল। রাতে ব্যাটিং করা একেবারে সহজ ছিল। এখন শিশির কতটা থাকবে, গরম প্রায় চলেই এসেছে। কাল একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে একই। ঘাস কতটুকু কাটবে, দেখা যাক।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে