Dr. Neem on Daraz
Victory Day

বিকেলে অনুশীলনে নামছে বাংলাদেশ দল


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ১১:৩১ এএম
বিকেলে অনুশীলনে নামছে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১ মার্চ থেকে। তার আগে দুদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম সেশনের অনুশীলন শুরু হবে। ৩টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশের। কৃত্রিম আলোয় অনুশীলন করবে জাতীয় দল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান মুশফিক-মাহমুদউল্লাহরা। দলের সঙ্গে সিলেটে যাননি তামিম ও মাশরাফি। শুক্রবার দুপুরের ফ্লাইটে তামিম ও মাশরাফি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জানা গেছে, পুরো দলই শুক্রবার অনুশীলনে অংশ নেবে। সকালেই নিজেদের ঝালিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: চামু চিবাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাদভেরে, ক্রিস্টোফার এমপোফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ত্রিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে