Dr. Neem on Daraz
Victory Day

মাশরাফির শেষের শুরুতে নিজেকে নিংড়ে দেবেন সাইফউদ্দিন


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ১১:০৫ পিএম
মাশরাফির শেষের শুরুতে নিজেকে নিংড়ে দেবেন সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল সিলেট পৌঁছেছে। সেখানে গোটা দলকে ফলেল অর্ভ্যর্থনা জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে এটাই দেশসেরা অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। এই সিরিজের পর তাঁকে আর নেতৃত্বের আর্মব্যান্ড পড়তে দেখা যাবে না। বোর্ড সভাপতি নাজমুল হাসান এমন কথা নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সেই হিসেবে মাশরাফির অধীনে শেষবার নামতে চলেছে চোটকে জয় করে প্রত্যাবর্তন করতে যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজেকে উজার করে প্রত্যাবর্তনের মঞ্চ রাঙিয়ে দিতে চাইছেন তিনি। সিলেট যাওয়ার আগে সাইফউদ্দিন বলে গেলেন,‘ সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছি মেডিকেল টিম থেকে। এখন আমার কোনো বাধ্যবাধকতা নেই। বিসিএল খেলেছিলাম, সেখানে একটু বাঁধাধরা নিয়ম ছিল, এক দিনে সর্বোচ্চ ৮ ওভার। সেটির পর দুই সপ্তাহ হয়ে গেছে। এখন আশা করি শতভাগ গিয়ে খেলতে পারব।”

৫ মাস বাইরে থাকার সময় মাঠে ফিরতে তার মন কেঁদেছে। তবে ভেঙে পড়েননি। হাল ছাড়েননি। বরং বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন। সাইফউদ্দিন বললেন,‘ চোটের কারণে এবার ৫ মাস বাইরে ছিলাম। কিন্তু আগে বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব।’

চোটের কথা ভুলে আপাতত সাইফ তাকিয়ে সামনে। নিজের লক্ষ্যের চেয়ে বড় চাওয়া দলের জয়। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চান,‘ তুলনামূলকভাবে আমরা জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে, টেস্টে ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় হোয়াইটওয়াশ করেছি। আমরা আশাবাদী। যদিও ক্রিকেট খেলা, কিছুই বলা যায় না।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে