Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙতে পারছে না সালমারা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৩:০৫ পিএম
অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙতে পারছে না সালমারা

ছবি সংগৃহীত

ঢাকা : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুন সূচনা করেছে অজি মেয়েরা। এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুই ওপেনার আলিসা হিলি ও বেথ মুনি। স্বাগতিকদের  ওপেনিং জুটি ভাঙতেই পারছে না বাংলাদেশের বোলাররা।  

ক্যানবেরার মানুকা ওভালে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ব্যাট করতে নেমে অজিদের দারুন সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার আলিসা হিলি ও বেথ মুনি। এরইমধ্যে শতাধিক রানের জুটি গড়েছেন তারা।  

দুই প্রান্তে বোলার পরিবর্তন করেও ওপেনিং জুটি ভাঙতে পারছে না বাংলাদেশের বোলাররা। ইতিমধ্যেই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার হিলি। ৭টি চার ও ৩ ছক্কায় মাত্র ২৬ বলেই ফিফটি ছুঁয়েছেন হিলি। সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি। আরেক ওপেনার মুনিও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৪০ বলে ৫টি চারে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন তিনি। প্রথম উইকেট জুটিতে ইতিমধ্যে তারা দুজন রেকর্ড ১৪০ রান সংগ্রহ করেছেন।

এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৪০ রান। আলিসা হিলি ৮২ এবং বেথ মুনি ৫৯ রান নিয়ে ব্যাট করছেন।  

আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে দারুন খেলেছে সালমা খাতুনের দল। লড়াই করে সেই ম্যাচে ১৮ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই সালমা-জাহানারাদের জন্য। 

অন্যদিকে, দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেমিতে উঠতে হলে অসিদেরও জেতাটা জরুরি। এই ম্যাচে নিঃসন্দেহে তারাই ফেভারিট। একে তো ঘরের মাঠ তারওপর বাংলাদেশের এটিই আবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার এবং খাদিজা তুল কুবরা। 

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে