ঢাকা: একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, সীমানা দড়ির কাছে একসঙ্গে তিন কোচ-রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন ও ড্যানিয়েল ভেট্টোরি অধিনায়ক মুমিনুল হককে নির্দেশনা দিচ্ছেন। এই ছবি নিয়ে অনেকে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন।
কেউ কেউ লিখেছেন,‘ নিজের মতো নয়। মুমিনুলকে চলতে হয় নানা জনের কথায়।’ এ নিয়ে মুখ খুলতে হলো বাংলাদেশ অধিনায়ককেও। মুমিনুল সেই ভাইরাল হওয়া ছবি নিয়ে বলে গেলেন,‘ এটা এমন কোনো ব্যাপার ছিল না। আমি জানি না ছবিটা কে তুলেছে, তবে ভালো তুলেছে। তেমন কিছু ছিল না আসলে। এখানে ছোট একটা বার্তা ছিল যে এই বোলার এ পাশ থেকে বোলিং করবে। তার জন্য ফিল্ডার এ পাশে থাকবে। সিদ্ধান্তটা নিয়ে সবাই একমত ছিল। সেভাবে করা হয়েছে। আর এমনভাবে ছবিটা তোলা হয়েছে যেন আমার ওপর সবার কড়া নজর থাকে!’
টেস্ট শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন মুমিনুল ভীষণ লাজুক। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে তাই বলা হয়েছে মাঠে যেন তাঁকে সর্বোচ্চ সহায়তা করা হয়। তারা দুজনই মাঠে নানাভাবে মুমিনুলকে সহায়তা করেছেন।
তাঁকে নিয়ে ‘লাজুক’ শব্দটি একটু বেশি ছড়িয়েছে বলেই কিনা মুমিনুল জানালেন তিনি সতীর্থদের সঙ্গে প্রয়োজনে ঝাঁজাল কন্ঠে কথা বলতে পারেন,‘ আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল বিসিএল-এনসিএল (জাতীয় লিগ) দিয়ে। ওই জায়গায় প্রথম প্রথম এমনই ছিলাম (একটু লাজুক, সংকোচবোধ কাজ করা)। পরে দেখলাম যে না এটা পরিবর্তন করতে হবে। যারা মাঠে থাকে তারা জানে। একটু আক্রমণাত্মক, রুক্ষ থাকতে হয়। সবাইকেই ঝাড়ি মারি।’
আগামীনিউজ/রবিউল/জাকিউল