Dr. Neem on Daraz
Victory Day

লাইপজিগের কাছে হেরে গেল টটেনহ্যাম


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ১১:১২ এএম
লাইপজিগের কাছে হেরে গেল টটেনহ্যাম

এমন হার প্রত্যাশা করেনি মরিনহোর টটেনহ্যাম। ছবি: রয়টার্স।

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চলছে নক্ষত্র পতন। প্রতিপক্ষের কাছে হার নামছে শক্তিশালী দলগুলো। পিএসজি ও গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের হারের পর এবার এই পর্বে পরাজয় দেখল গত আসরের রানার্স-আপ টটেনহ্যাম হটস্পার!

নিজেদের মাঠে বুধবার রাতে লাইপজিগের কাছে  ০-১ গোলে হারে টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার টিমো ভেরনার। প্রতিপক্ষের মাঠে এই এক গোলে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে রইল জার্মান ক্লাবটি।

চোটের কারণে টটেনহ্যামে ছিলেন না আক্রমণভাগের তারকা দুই খেলোয়াড় হ্যারি কেইন ও হিউং মিন সন। দলটির খেলায় তাদের অভাব ছিল স্পষ্ট। প্রতিপক্ষের এই দুর্বলতাই লুফে নিল লাইপজিগ।

লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যায় জার্মান ক্লাবটি। কিন্তু প্রথমার্ধে গোলের উদ্দেশে মোট ১৩ টি শট নিয়ে টটেনহ্যাম রক্ষণকে তটস্থ রাখে লাইপজিগ। কিন্তু ফিনিশিংয়ে অপটুতা আর টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের দৃঢ়তায় গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম নিজেই গোল পাতে তুলে দেয় লাইপজিগকে। পেনাল্টি বক্সে ফাউল করে বসেন স্বাগতিক দলের লেফট-ব্যাক বেন ডেভিস। স্পট কিক থেকে নিখুঁত শটে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্থ করেন অতিথি দলের টিমো ভের্নার। এগিয়ে যাওয়ার খানিক পরেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো লাইপজিগ। ফরোয়ার্ড প্যাট্রিক শিকের জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন টটেনহ্যাম গোলরক্ষক। শেষতক ০-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। দল দুটির ফিরতি লেগের লড়াই ১০ মার্চ, লাইপজিগের মাঠে।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে