Dr. Neem on Daraz
Victory Day

ফুটবল ছাড়ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৮:৩৮ পিএম
ফুটবল ছাড়ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্প্যনিশ ফুটবলে রুপকথার নায়ক ইকর ক্যাসিয়াস। ছবি: সংগৃহীত।

ঢাকা: তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছে স্পেন। স্প্যানিশ ফুটবলে রুপকথার নায়ক তিনি। সেই ইকর ক্যাসিয়াসই সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন। ক্যাসিয়াস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়বেন। সেই ঘোষণার পরেই পোর্তো এফসির প্রেসিডেন্ট জর্জে নুনো পিন্টো দা কোস্তা জানিয়ে দিলেন, অবসর নিচ্ছেন মহাতারকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্তুগিজ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পোর্তো সভাপতি বলেন, ‘স্প্যানিশ ফুটবল সংস্থায় নির্বাচনে লড়ার আগে ক্যাসিয়াস আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেখানেই আমাকে জানায়, ও অবসর নিতে চলেছে।’

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৫ সালে পোর্তোয় যোগ দিয়েছিলেন তারকা গোলরক্ষক। গত বছর এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হন ক্যাসিয়াস। এরপর থেকে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে অংশ নেননি তিনি। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে মানা হয় তাঁকে। তাঁর অধিনায়কত্বেই এক দশক আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল স্পেন।

স্পেনের জার্সিতে ১৬৭টি ম্যাচে অংশ নিয়েছেন ক্যাসিয়াস। বিশ্বকাপ জেতার পাশাপাশি দুটি ইউরোও জিতেছেন তিনি (২০০৮ ও ২০১২)। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও সমানভাবে উজ্জ্বল তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। রিয়ালের জার্সিতে পাঁচটা লা লিগা জেতার সঙ্গে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন। ক্যাসিয়াস খেলা থেকে অবসর নেওয়ার পর আপাতত প্রশাসনে আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে