ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের থামানোর কেউ নেই। অথচ চ্যাম্পিয়ন্স লিগে সেই দলটিই কিনা হেরে গেল অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে। শত চেষ্টা করেও মাদ্রিদের রক্ষণভাগ ভাঙতে পারেনি লিভারপুল। ফলে ০-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। অ্যাতেলিকোর হয়ে একমাত্র গোলটি করেছেন সাউল নিগেস।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল লিভারপুলই। কিন্তু তাদের বিখ্যাত আক্রমণভাগ গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচজুড়ে অ্যাতলেতিকোর গোলমুখে কোনো শটই নিতে পারেনি লিভারপুল। উল্টো শুরুতেই গোল খেয়ে বসে অলরেডরা। খুব কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন নিগেস।
দ্বিতীয়ার্ধে গোল শোধের একটা সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। কিন্তু মোহাম্মদ সালাহ ও জর্ডান হেন্ডারসন সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ৫৩ মিনিটে সালাহর হেড জাল খুঁজে পায়নি। ৭৩ মিনিটে দূরের পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি হেন্ডারসন।
বাকি সময়ে বারবার আক্রমণ করে গেছে লিভারপুল। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি দলটি। ১১ মার্চ লিভারপুলের মাঠে হবে ফিরতি লেগ।
আগামীনিউজ/রবিউল/জাকিউল