Dr. Neem on Daraz
Victory Day

উইকেটকিপিং ছেড়ে বোলিংয়ে মুশফিক


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৭:৫১ পিএম
উইকেটকিপিং ছেড়ে বোলিংয়ে মুশফিক

অফ স্পিন করে সবাইকে অবাকই করেছেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত।

ঢাকা: মুশফিকুর রহিমকে সবসময় উইকেটকিপিং করতেই দেখা যায়। তাঁর কাজ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুশফিকুর রহিমকে উইকেটকিপিং ছেড়ে বল হাতেও দেখা গেল। কক্সবাজারে তিনি করলেন অফ স্পিন। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে হাত ঘোরালেন। কক্সবাজারের দর্শকরা সেই দৃশ্য অবলোকন করেছেন। একই সঙ্গে মুশফিকের অ্যাকশন কিছু সংখ্যক দর্শক দেখেছেন বিসিবি লাইভ চ্যানেলে।

তাই বলে ভাববেন না, এই ম্যাচেই প্রথম বোলিং করলেন মুশফিক। ছয় বছর আগেও তিনি বোলিং করেছিলেন। সবমিলিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তৃতীয়বার বল হাতে নিলেন মুশফিক। এর আগে ২০১৩ সালে মধ্যাঞ্চলের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ২৩ রান দিয়েছিলেন মুশফিক। সেবার একটি উইকেটও পেয়েছিলেন। নুরুল হাসানকে এলবিডব্লুয়ের ফাঁদের ফেলেছিলেন মুশফিক। এখনো অবধি তাঁর ঝুলিতে ওই একটিই উইকেট।

পরের মৌসুমে ২ ওভার বল করেছিলেন মুশফিক পূর্বাঞ্চলের বিরুদ্ধে। তারপর এবার ফের হাত ঘোরালেন তিনি। মুশফিকদের উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে পূর্বাঞ্চলকে ২১১ রানের লক্ষ্য দিয়েছিল। লক্ষ্য ছুঁতে ৩৪.৩ ওভার হাতে পায় পূর্ব। পূর্বাঞ্চল ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তোলার পর ১৯তম ওভারে বল হাতে নেন মুশফিক। ওই ওভারে ৬ রান দেওয়ার পর পরের দুই ওভারে ৭ ও ৪ রান দেন তিনি। ৩ ওভার হাত ঘুরিয়ে মুশফিক ১৭ রান দিয়েছেন। পূর্বাঞ্চল ম্যাচটি জিতে নিয়েছে ৮ উইকেটে।

বড় ভুমিকা রেখেছেন জিম্বাবুয়ে বিরুদ্ধে টেস্টে ১৬ জনের প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ইয়াসির আলী। প্রথম ইনিংসে ১৬৫ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১১০ রান। ৮৮ বলে আট চার আর পাঁচ ছক্কায় ইয়াসির এই রান করেছেন। রান পেয়েছেন মোহাম্মদ আশরাফুলও। তিনি ৭০ রানে অপরাজিত ছিলেন। ফিটনেসে উন্নতি এনে সফলতাও পেলেন আশরাফুল। ৮৬ বলে চার বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে