Dr. Neem on Daraz
Victory Day

আফ্রিদির পঞ্চম কন্যার ‘নাম’ দিলেন রশিদ খান


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০১:৪৯ পিএম
আফ্রিদির পঞ্চম কন্যার ‘নাম’ দিলেন রশিদ খান

আফ্রিদির কন্যার নাম দিয়েছেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান। ছবি: সংগৃহীত।

ঢাকা: আগে চার কন্যা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। এই কন্যাদের সঙ্গে শুক্রবার যুক্ত হয়েছে আরো একজন। অর্থাৎ গত শুক্রবার পঞ্চম কন্যার বাবা হয়েছেন বুমবুম আফ্রিদি। সেই খবর ভক্ত সমর্থকদের কাছে তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে।

পঞ্চম কন্যার নাম এখনো রাখেননি আফ্রিদি। তিনি সুন্দর একটি অর্থবহ নাম খুঁজছেন। আফ্রিদির চাওয়া তার আগের মেয়েদের মতো ‘ইংরেজি ‘A’ আদ্যক্ষর দিয়ে নাম রাখা। আগের চার মেয়ের নাম-আকসা, আনশা, আজওয়া ও আসমারা। সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতকের নাম রাখতে আফ্রিদি ভক্ত সমর্থকদের সাহায্য চেয়েছেন।

তিনি ‘A’ আদ্যক্ষরের একটি সুন্দর নাম চেয়ে জানিয়েছেন, ভক্তদের কাছ থেকে আসা যে নামটা তাঁর পছন্দ হবে, তাকে তিনি বিশেষভাবে পুরস্কৃত করবেন। আফ্রিদির এ টুইটের পর ভক্তরা নাম পাঠাতে শুরু করেছেন। সবাইকে অবাক করে দিয়ে সেই তালিকায় আছেন আফগান তারকা রশিদ খানও। এই লেগ স্পিনার আফ্রিদির মেয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। আর তা হলো ‘আফরিন’। শুধু তাই নয়, রশিদ খান নামের অর্থও পাঠিয়েছেন। আফরিন শব্দের অর্থ ‘সাহসী’। এখন দেখাই যাক, রশিদ খানের নামটি আফ্রিদি গ্রহণ করেন কিনা?

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে