Dr. Neem on Daraz
Victory Day

সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে বাংলাদেশে এলেন না উইলিয়ামস


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৯:৩৮ পিএম
সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে বাংলাদেশে এলেন না উইলিয়ামস

আজ ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি: বিসিবি।

ঢাকা: জিম্বাবুয়ের অধিনায়ক তিনি। কদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ইনিংসে করেছেন ১০৭ ও অপরাজিত ৫৩। কিন্তু সেই শন উইলিয়ামস বাংলাদেশ সফরে এলেন না। তাঁকে ছাড়াই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে এই সিরিজে থাকছেন না উইলিয়ামস। চোটের কারণে আরো দুই অভিজ্ঞ কাইল জারভিস ও তেন্দাই চাতারাও থাকছেন না ঢাকা টেস্টের দলে।

বাংলাদেশে পা রেখে উইলিয়ামসের শূন্যতাই বেশি অনুভব করলেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন,‘ শন আসলে আমাদের সাকিব। ব্যাটিং অলরাউন্ডার। রান করে, ভালো বাঁহাতি স্পিন বল করে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলল। আমরা তাকে মিস করব। তবে আশার কথা ওয়ানডেতে সে ফিরবে। আবার একই সঙ্গে বলতে চাই তার না থাকা তরুণদের জন্য সুযোগ।’

শন উইলিয়ামস নেই। বাংলাদেশেরও নেই সাকিব। আইসিসির নিষেধাজ্ঞায় আছেন তিনি। সাকিবকে ছাড়া ভারত ও পাকিস্তান সফরে টেস্টের বাংলাদেশ দলকে ঠিক চেনা যায়নি। এ সুযোগটা নিতে চায় জিম্বাবুয়ে। টেলর বলছিলেন, ‘সাকিব না থাকায় ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় তাদের (বাংলাদেশ) একটা ঘাটতি আছে। আবার অনেক অভিজ্ঞরাও আছে। তামিম ফিরেছে, মুশফিক আছে। তবে আমাদের জন্য ভালো সুযোগ। আমরা জার্ভিসকে পাচ্ছি না। কিন্তু কিছু তরুণ নিয়ে এসেছি যারা সামর্থ্যের প্রমাণ দিতে তৈরি।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে