Dr. Neem on Daraz
Victory Day

চোট কাটিয়ে ফিরলেন মিরাজ-সাইফ উদ্দিন


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৩৩ পিএম
চোট কাটিয়ে ফিরলেন মিরাজ-সাইফ উদ্দিন

ফাইল ছবি

ঢাকা : চোট কাটিয়ে মাঠে ফিরছেন দুই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফ উদ্দিন। বিসিএলের তৃতীয় রাউন্ড থেকে তারা মাঠে নামতে পারবেন। 

সাইফউদ্দিন সর্বশেষ কোনো প্রতিযোগিতমূলক ম্যাচ খেলেছেন গেল বছরের সেপ্টেম্বরে। সেটি ছিল ত্রিদেশীয় সিরিজ। পিঠের চোটের কারণে প্রথমে ভারত এরপর পাকিস্তান সফর মিস করেছেন সাইফ উদ্দিন। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগও মিস করেছেন এই অলরাউন্ডার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাইফ উদ্দিন তৃতীয় রাউন্ড খেলতে উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামতে চলেছেন। 

বিপিএল চলাকালিন আঙুলে চোট পেয়েছিলেন মিরাজ। সে কারণে তিনি পাকিস্তান সফর মিস করেছিলেন। মিরাজও তৃতীয় রাউন্ডে ফিরছেন। তাঁর খেলার কথা রয়েছে মধ্যাঞ্চলের হয়ে। পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ না পাওয়া অফ স্পিনার নাঈম হাসানকে স্কোয়াডে রেখেছে পূর্বাঞ্চল। পাকিস্তান থেকে টেস্ট খেলে ফেরা বেশিরভাগ ক্রিকেটার বিশ্রামে থাকবেন। 

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে