Dr. Neem on Daraz
Victory Day

‘ভাইয়েরা তোমাদের জন্য গর্বিত’


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০১:১১ পিএম
‘ভাইয়েরা তোমাদের জন্য গর্বিত’

ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা : আকরাম খান, হাবিবুল বাসার এমনকি মাশরাফী মোর্ত্তজা কিম্বা সাকিব আল হাসানরা যা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছে আকবর, ইমনরা। বাংলাদেশের মানুষকে বিশ্বকাপ জয়ের তৃপ্তি দিয়েছে লাল সবুজ দলের যুবারা। আর মাত্র কয়েক ঘন্টা পড়েই সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরবে আকবর আলীর দল। 

বিশ্বজয়ী যুবাদের বরণ করতে আয়োজনের কোনো কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো স্টেডিয়াম আলোকিত করা হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ দলের উল্লাসের ছবি দিয়ে লাগানো হয়েছে ব্যানার। 

দক্ষিণ আফ্রিকা থেকে রওয়ানা হয়ে এরইমধ্যে দুবাইয়ে যাত্রাবিরতি করেছে বাংলাদেশের যুবারা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা বিশ্বকাপ জয়ী যুবাদের।

চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে। এজন্য বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি। 

বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে বিসিবি। 

তার আগেই আকবর আলীর দলকে স্যালুট জানালেন জাতীয় দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের উপর লাগানো হয়েছে ব্যানার। সেই ব্যনারে শোভা পাচ্ছে বিশ্বজয়ী শরীফুল-নাবিলদের উল্লাসের ছবি। সেই ব্যনারের নিচে দাঁড়িয়ে ছোট ভাইদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিশ্বকাপ জয়ীদের স্যালুট জানানোর সেই ছবি পোস্ট করেছেন মুশফিক। সেখানে তিনি লিখেছেন, ‘ভাইয়েরা তোমাদের জন্য গর্বিত।’

উল্লেখ্য, গেল রবিবার (৯ ফেব্রুয়ারি) চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবে গোটা দেশেই আনন্দের ফল্গধারা বয়ে যাচ্ছে। 

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে