Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ৮ জনই দিনাজপুর বিকেএসপির


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৩:৫৮ পিএম
বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ৮ জনই দিনাজপুর বিকেএসপির

ছবি সংগৃহীত

ঢাকা : বাংলাদেশের বহুদিনের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে চারবারের শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। আইসিসির বৈশ্বিক ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম ট্রফি জয়।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ১১ যুবা লড়াই করেছে শিরোপা ছিনিয়ে এনেছে। তাদের মধ্যে আট জনই দিনাজপুর বিকেএসপির ছাত্র। 

দিনাজপুর বিকেএসপি থেকে যে সকল খেলোয়াড় যুব বিশ্বকাপে খেলেছেন তারা হলেন- আকবর আলী, হাসান মুরাদ, পারভেজ হাসান ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, শাহিন আলম, আশরাফুল ইসলাম সিয়াম, শামিম হোসেন পাটওয়ারী ও তানজিব হাসান সাকিব।

বিকেএসপির দিনাজপুরের আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আখিনুর জামান জানান, আমাদের বিকেএসপি থেকে ৮ জন খেলোয়াড় যুব ক্রিকেট বিশ্বকাপে কৃতিত্বের সাথে খেলে বিজয় ছিনিয়ে এনেছে। এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। আমরা এতটাই খুশি যে বলার ভাষা নেই।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে