যুবারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় বেজায় খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি: সংগৃহীত।
ঢাকা : ভারতের বিপক্ষে বাংলাদেশ হৃদয় ভাঙার গল্প বলে শেষ করা যাবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ বা ওয়ানডে বিশ্বকাপ-বড়রা একের পর এক হেরেছে। একই অবস্থা ছিল যুবাদেরও। তারাও এশিয়া কাপের ফাইনালে জয়ের খুব কাছে গিয়ে হেরেছে। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত খেলে ফাইনালে গিয়ে হেরেছে। ফাইনালে যেন আতঙ্কের অন্য নাম হয়ে উঠেছিল ভারত।
এবার যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ আর হারের গল্প লেখেনি। বরং জয়ের গল্প লিখেছে। গড়েছে নতুন ইতিহাস। প্রতিপক্ষ ভারত হওয়ায় আনন্দটা দ্বিগুন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান খুশি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায়। তিনি জানিয়েছেন, যুবাদের এই অর্জন তাদের দীর্ঘ পরিকল্পনার ফল। বিসিবি সভাপতি বলেন,‘ ধাপে ধাপে পরিকল্পনা করে এগুনোর একটা ফল এই অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেকোনো ধাপেই হোক, এর গৌরবই আলাদা। সবচেয়ে বড় কথা ভারতের মতো দলকে হারিয়ে আমরা জিতেছি। ওদের সঙ্গে আমার বিভিন্ন পর্যায়ে খালি হারছিলাম। কাজেই সবচেয়ে ভালো লেগেছে আমরা এবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’
গত দুই বছরে যুবাদের বিশ্বকাপের জন্য তৈরি করতে দেশে বিদেশে ৩০টি ম্যাচ আয়োজন করে বিসিবি। যার ফলই এই বিশ্বকাপ ট্রফি, ‘রাতারাতি কিছু আসেনি। গত ১৮ মাস থেকে সুপরিকল্পনা,অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আমরা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। সেমিফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আমরা ভাল খেলিনি। এই ছেলেরা এটাও ভুল প্রমাণ করেছে।’ এরপর তাঁর সংযোজন,‘ ফিটনেস আর ফিল্ডিং নিয়ে আমাদের সমস্যা ছিল। এই দলটির ফিল্ডিং ছিল রীতিমতো দুর্ধর্ষ।’
আগামীনিউজ/রবিউল/জাকিউল