Dr. Neem on Daraz
Victory Day

জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে খেলতে চায় বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৬:২০ পিএম
জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে খেলতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুনিয়র এশিয়া কাপ হকির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। মুজিববর্ষে ঘরের মাঠে হতে যাওয়া ‘বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ২০২০’ টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায় স্বাগতিকরা। জানালেন জুনিয়র হকি দলের প্রধান কোচ মামুনুর রশীদ। 

আগামী ৪ থেকে ১৪ জুন ১০ দলের অংশগ্রহনে ঢাকায় অনুষ্ঠিত হবে এই হকি টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, চীন, ওমান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে পুরো দমে এগিয়ে চলেছে হকি দলের অনুশীলন ক্যাম্প।

অনুশীলনের ফাঁকে কোচ মামুনুর রশীদ  বলেন, গত বছর নভেম্বরে উন্মুক্ত ট্রয়ালের মাধ্যমে প্রথমিক ভাবে ৮০জন হকি খেলোয়াড়কে ক্যাম্পে ডাকে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৫ দিনের প্রশিক্ষন শেষে খেলোয়াড় সংখ্যা নামিয়ে আনা হয় ৪৬জনে। এখন ৩৬জন খেলোয়াড় নিয়ে মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিদিন দুইবেলা চলছে এই অনুশীলন কার্যক্রম।

জুনিয়র এশিয়া হকিতে বাংলাদেশ দলের লক্ষ্য প্রসঙ্গে মামুন বলেন, ‘ আমরা অবশ্যই এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে চাই। তবে আমাদের প্রধান লক্ষ্য সেরা চার দলে থেকে জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করা। কারণ এই টুর্নামেন্টের সেরা চারটি দল বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।’

তিনি বলেন, আগামী ২০২২ সালে অনুষ্ঠিত হবে জুনিয়ার বিশ্বকাপ হকি। তবে এর ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে