Dr. Neem on Daraz
Victory Day

ফিটনেস পরীক্ষায় পাস মুশফিক-ইমরুল 


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৪:২৩ পিএম
ফিটনেস পরীক্ষায় পাস মুশফিক-ইমরুল 

ছবি সংগৃহীত

ঢাকা : ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মুশফিকুর রহিম জানিয়েছিলেন সামনে ফিটনেস টেস্ট আছে। সেখানে সবকিছু ঠিক থাকলে আমি বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ফিটনেস সনদ দিয়ে দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিন ফিটনেস পরীক্ষায় পাস করেছেন ইমরুল কায়েসও। ফলে বিসিএলে খেলতে কোনো বাঁধা নেই তাদের।  

নিরাপত্তাজনিত কারনে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। আর চোটের কারণে পাকিস্তান সফরের টেস্ট দলেও বিবেচিত হননি ইমরুল কায়েস। চোট ছিল মুশফিকেরও। অবশেষে আজ এই দুই ব্যাটসম্যানের ফিটনেস পরীক্ষা নেয়া হয়। এরপর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়ে দেন তারা খেলার জন্য ফিট।  

বিসিএলের অষ্টম পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলতে কোনো বাঁধা নেই ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের সামনে। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন ইমরুল। মুশফিক বিসিবি উত্তরাঞ্চলের জার্সিতে।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়াল্টন সেন্ট্রাল জোন মুখোমুখি হবে মুশফিকদের দল বিসিবি উত্তরাঞ্চলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্য ম্যাচটি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে। বিসিবি দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।  

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে