ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে কেউ থামাতে পারছে না। একের পর এক দলটি জয় তুলে নিয়ে অধরা শিরোপার দিকে ছুটছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে লিভারপুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। অন্য দুই গোল করেছেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও জর্ডান হেন্ডারসন। তিনটি গোলের উৎস ছিলেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্ত ফিরমিনো। সবমিলিয়ে লিগে টানা ৪২ ম্যাচ অপরাজিত রইল লিভারপুল।
চোটের কারণে এই ম্যাচেও বাইরে ছিলেন সাদিও মানে। প্রথমার্ধে বল দখলে স্বাগতিকরা এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে সুযোগ বেশি তৈরি করে সাউদাম্পটন। তবে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। ফিরমিনোর বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শটে নিশানা খুঁজে নেন অক্সলেইড-চেম্বারলেইন। ৬০ মিনিটে ফিরমিনোর কাটব্যাক ডি-বক্সের ভেতর থেকে উচু শটে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসন।
৭২ মিনিটে হেন্ডারসনের ক্রস পেয়ে কাছ থেকে বল জালে জড়ান সালাহ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফিরমিনোর বাড়ানো বল পেয়ে সহজে নিজের দ্বিতীয় গোল করেন মিশরের ফরোয়ার্ড। লিগে এটি তাঁর ১৪ নম্বর গোল।
১৯৯০ সালের পর আর কোনো লিগ শিরোপা জিততে পারেনি লিভারপুল। এবার অধরা সেই শিরোপার খুব কাছে চলে গিয়েছে অলরেডরা। ২৫ ম্যাচ খেলে ২৪ জয় আর এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
আগামীনিউজ/আরবি/জেডআই