Dr. Neem on Daraz
Victory Day

তামিমের ডাবল সেঞ্চুরির দিনে মুমিনুলের শতক


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ০৫:২০ পিএম
তামিমের ডাবল সেঞ্চুরির দিনে মুমিনুলের শতক

ছবি সংগৃহীত

ঢাকা : পাকিস্তান সফরে স্বরুপে ফেরা তামিম ইকবাল এবার ঘরোয় ক্রিকেটেও জ্বলে উঠলেন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন দেশ সেরা এই ওপেনার। কম যাননি মুমিনুল হকও। সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ এই টেস্ট ব্যাটসম্যানও। এই দু’জনের ব্যাটে ভর করে দিন শেষে ২ উইকেটে ৩৯৫ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল।  

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পিনাক ঘোষকে সঙ্গী করে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। দলীয় ৬২ রানে শুভাগত হোমের বলে এলবিডব্লিও হয়ে ফেরেন পিনাক (২৬)। 

পিনাক ঘোষের বিদায়ের পর তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল হক। মুমিনুল একটু ধীর গতিতে ব্যাট চালালেও ওয়ানডে মেজাজে খেলে মধ্যাহ্ন বিরতির পর সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। সেই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপ দেন ড্যাশিং এই ব্যাটসম্যান। শুভাগত হোমকে চার মেরে ২৪২ বল মোকাবেলা করে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান তামিম। ২৯টি চারের মার মারেন তিনি।

তামিমের ডাবল উদযাপনের মুহুর্তে আরেক প্রান্তে ৯৯ রান নিয়ে খেলছিলেন মুমিনুল। এক রান নিয়ে স্ট্রাইক বদল করার পরই মুমিনুল তুলে নেন সেঞ্চুরি। ১৮০ বলে ১১ চারে সেঞ্চুরিতে পৌঁছান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৯৬ রানের জুটি গড়েন মুমিনুল। 

দলীয় ৩৫৮ রানের মাথায় তামিম-মুমিনুলের জুটি ভাঙেন মধ্যাঞ্চলের মুকিদুল ইসলাম। তার বলে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল। ১৯৪ বল খেলে ১২টি চার ও ১ ছক্কায় ১১১ রান করে সাজঘরে ফেরেন পূর্বাঞ্চলের অধিনায়ক। দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ৩৯৫ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। তামিম ইকবাল ২২২ এবং ইয়াসির আলী রাব্বি ২২ রান করে অপরাজিত আছেন।  

৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের মুখোমুখি হবে টিম টাইগার। বিসিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান সফরের প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিলেন তামিম আর মুমনিুল।  

প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল।  জবাবে হাতে ৮ উইকেট হাতে রেখে এরমধ্যে ১৮২ রানের লিড পেয়ে গেছে পূর্বাঞ্চল।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে