Dr. Neem on Daraz
Victory Day

৫ উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে গুড়িয়ে দিলেন তাইজুল


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৭:৫০ পিএম
৫ উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে গুড়িয়ে দিলেন তাইজুল

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের প্রথম দিনেই নিজের সামর্থের প্রমাণ দিলেন তাইজুল ইসলাম। বাঁ-হাতি এই স্পিনারের ঘুর্ণিতে প্রথম দিনেই গুটয়ে গেছে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২১৩ রান। ২২ ওভারে ৫৮ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন তাইজুল। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ বল মোকাবেলা করার সুযোগ পেয়েছে ইস্ট জোন। আলো স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে স্কোর বোর্ডে নিজেদের নামের পাশে কোন রানই যোগ করতে পারেনি তারা। ০ রানে অপরাজিত আছেন পিনাক ঘোষ ও তামিম ইকবাল।

শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ইস্ট জোন। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ৪৬ রানে বিচ্ছিন্ন হন সেন্ট্রল জোনের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। সৌম্য ৪৭ বল খেলে ৮ বাউন্ডারিতে ৩৬ রান করে আউট হন।

এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফিরে সেন্ট্রাল জোনের মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রকিবুল হাসান ও উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। শান্ত ১০, রকিবুল ৪ ও মিঠুন ৩ রান করেন। ফলে ৭৯ রানে ৪ উইকেট হারায় সেন্ট্রাল জোন। মিঠুনকে শিকার করে ম্যাচে প্রথম উইকেট নেন তাইজুল।

এ অবস্থায় দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ ও তাইবুর রহমান। পঞ্চম উইকেটে ৭২ রানের জুটি গড়েন তারা। ৭টি চার ও ১টি ছক্কায় ৬০ বলে ৪৬ রান করা তাইবুরকে শিকার করে পঞ্চম উইকেটের জুটি ভাঙ্গেন তাইজুল।

এরপর উইকেটে গিয়ে সেট হবার চেষ্টা করেছিলেন শুভাগত হোম। কিন্তু তাইজুল তাকে ৩ রানের বেশি করতে দেননি। দলীয় ১৬০ রানে শুভাগত ফিরলে ক্রিজে সাইফের সঙ্গী হন সোহরাওয়ার্দি শুভ। দলের রানের চাকা ঘুড়ানোর চেষ্টা করে সফল হয়েছেন তারা। দু’জনের ৪৬ রানের জুটিতে সেন্ট্রাল জোনের স্কোর দু’শ অতিক্রম করে।

বড় হতে থাকা জুটিতে আবারো ভাঙ্গন ধরান তাইজুল। ৪টি চারে ৩৬ বলে ৩১ রান করে আউট হন শুভ। দলীয় ২০৬ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন শুভ। এরপর বাকী ৩ উইকেটে মাত্র ৭ রান যোগ করতে সক্ষম হলে ৭৫.১ ওভারে ২১৩ রানেই অলআউট হয় তারা।

এক প্রান্ত আগলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাইফ। হাফ-সেঞ্চুরি পুর্ন করে ৫৮ রানে তাইজুলের পঞ্চম শিকার হন সাইফ। টেস্ট মেজাজে খেলে ২১৪ বল মোকাবেলা করেন সাইফ। তার দীর্ঘ ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। তাইজুলের সাথে সেন্ট্রাল জোনের লেজ ছেটে ফেলেন আরেক স্পিনার নাইম হাসান। আবু জায়েদ-নাইম ২টি করে উইকেট নেন।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে