ঢাকা : অধরা শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। এবার অল রেডরা ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে।এই জয়ে লিভারপুলের সঙ্গে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্টের ব্যবধান দাঁড়াল ১৯। বুধবার (২৯ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে গোল দুটি করেছেন মোহাম্মদ সালাহ ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই নিয়ে সব দলকে হারানোর বৃত্ত পূরণ করল লিভারপুল। একই সঙ্গে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে চোট পাওয়া সাদিও মানে এই ম্যাচে ছিলেন না। তার জায়গায় সুযোগ পান দিভোক ওরিগি।
৩৫ মিনিটে সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। ওয়েস্ট হ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে লিগে ১২ নম্বর গোলটি আদায় করে নিতে ভুল করেননি সালাহ। দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হ্যামের ওপর চাপ সৃষ্টি করে লিভারপুল। ৫২ মিনিটের সময় সালাহ পাস দেন চেম্বারলেইনকে। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।
অবশ্য দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। ১৯৯০ সালের পর ফের লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গিয়েছে লিভারপুল। ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭০। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তিনে আছে লেস্টার সিটি। তাদের পয়েন্ট ৪৮।
আগামীনিউজ/আরবি/জেডআই/এনএনআর