Dr. Neem on Daraz
Victory Day

সাফল্যের শটকাট হয় না: শচীন


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ১০:১০ এএম
সাফল্যের শটকাট হয় না: শচীন

ঢাকা: নিজের শহর মুম্বাইয়ে নতুন একাডেমির উদ্বোধন করলেন শচীন টেন্ডুলকার। একাডেমির নাম মিডলসেক্স টেন্ডুলকার গ্লোবাল একাডেমি। নবি মুম্বাইয়ে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অত্যাধুনিক এই স্পোর্টস সেন্টার যাত্রা শুরু করল। এই অনুষ্ঠানে শচীনের সঙ্গে বিশেষ অতিথি ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। এখানেই তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। 

শচীন জানিয়েছেন, সাফল্যের কোনো শটকাট রাস্তা নেই, ‘নিজের জীবন থেকে বেশ কিছু অমূল্য শিক্ষা পেয়েছি। অধ্যবসায়, মন:সংযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এগোনো যায় না। অনেক ক্ষেত্রে আমি নিজেও প্রত্যাশামাফিক খেলতে পারিনি।’এরপর শচীন যোগ করেন, ‘কিন্তু যারা আমার সঙ্গে ছিলেন, তারা এই শিক্ষা দিয়েছিলেন যে, সহজ রাস্তায় না হেঁটে নিজের পায়ে দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কেউ যদি শঠতার আশ্রয় নিতে চায়, তাহলে একদিন সে ধরা পড়ে যাবেই।’

এই অনুষ্ঠানে মাইক গ্যাটিংও কথা বলেছেন। সম্প্রতি বিরাট কোহলি দিবারাত্রীর টেস্ট খেলার ব্যাপারে হ্যাঁ সূচক মন্তব্য করায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক,‘ বিরাটের এই মনোভাবটা আমার খুব ভালো লেগেছে। কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ খেলেছিল বিরাট।’ গ্যাটিং যে চারদিনের টেস্টের বিরোধি সেটাও জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটের সংস্কারের প্রয়োজন নেই। অধিকাংশ টেস্টের ফয়সালাই পঞ্চম দিনে হচ্ছে। দু:খের বিষয়, নীতিনির্ধারকদের অনেকেই তা বুঝছেন না।’

আগামীনিউজ/আরবি/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে