Dr. Neem on Daraz
Victory Day

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ ‘বিরাট’ রেকর্ডের সামনে কোহলি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০৯:৪৮ এএম
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ ‘বিরাট’ রেকর্ডের সামনে কোহলি

আর একটি জয় পেলেই সিরিজ পকেটে পুরবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের রেকর্ড সুখকর নয়। সেই দলের বিরুদ্ধে বুধবার (২৯ জানুয়ারি) জিততে পারলেই সিরিজ ঘরে তুলবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। 

এই ম্যাচে নতুন রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে কোহলিকে। নতুন কীর্তির সামনে আছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলও। কোহলি আর মাত্র ২৫ রান করতে পারলেই মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাবেন। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন তিনি। এই তালিকায় বর্তমানে চতুর্থস্থানে রয়েছেন কোহলি। শীর্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি (১২৭৩)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১১৪৮) এবং ধোনি (১১১২)। 

এখানেই শেষ নয়, অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর দৌঁড়েও রয়েছেন কোহলি। আর সাতটি ছক্কা মারলেই ইংল্যান্ডের ইয়ন মরগ্যানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৫০টি ছক্কার পাশে লেখা থাকবে কোহলির নাম।

তবে কোহলি একা নন, রেকর্ড গড়ার হাতছানি দুর্দান্ত ফর্মে থাকা রাহুলের সামনেও। পরপর তিনটি টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন রাহুল। বুধবার সেডন পার্কে আর একটি ফিফটি করতে পারলে প্রথম ভারতীয় হিসেবে ছোট সংস্করণে টানা চারটি ফিফটি হাঁকানোর নজির গড়বেন তিনি।

ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে ভারত। তাই উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবেন না কোহলি। তবে শিবম দুবেকে পরে খেলিয়ে শ্রেয়াস আইয়ারের পর পাঁচে নামাতে পারেন মণীশ পাণ্ডেকে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাই সেরে রাখতে চায় কোহলির দল। 

আগামীনিউজ/আরবি/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে