Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড


আগামী নিউজ | বিনিত দাস, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২১, ০২:৫৪ পিএম
বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড

ছবি সংগৃহীত

মৌলভীবাজারঃ প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড।

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটকের সমাগম ঘটে এই মাধবকুন্ড জলপ্রপাত দেখতে। সারা বছরই দেশী বিদেশী পর্যটকের আনা গোনা লেগেই আছে এখানে। সুউচ্চ ২০০ফুট পাহাড় থেকে উপচে পড়া পানির দৃশ্য দেখে আপনার ভালো লাগবে অবশ্যই।

প্রেমিকদের নিকট প্রিয়ার বিদায় নেয়ার দৃশ্য, প্রিয়া যেন মাথার চুল এলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে দূর কোথায়। ইচ্ছে হবে পানির সাথে মিতালী করতে। পানি এত পরিষ্কার যে, ভাবতে আপনার বিস্ময়ের ভাব কাটবে না।

কোথা থেকে এত পানি আসছে প্রচন্ড গতিতে, যে টিলার উপর থেকে পানি পড়ছে সেটা সম্পূর্ন পাথরের টিলা। ২০০ ফুট উচু টিলাটি কালো বর্নের পাথরের। নীচে রয়েছে অসংখ্য পাথর নানা প্রকার ভেদে। কুন্ডের ডানদিকে রয়েছে একটি গুহা যা পাথর বেষ্টিত। স্তানীয় ভাষায় গুহা কে কাব বলে।

দেখলে মনে হয় এটা মানুষের তৈরী,  অথচ এটা প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়েছে। আশে-পাশের নৈসর্গিক দৃশ্য আর সবুজ চা-পাতাময় বাগানগুলো আপনার মন কেড়ে নিবে। এখানে দেশের একমাএ ইকো পার্ক স্থাপনের কাজ চলছে। মাধবকুন্ড কে আকর্ষনীয় করে তোলার জন্য জেলা পরিষদের রেষ্ট হাউস, পিকনিক সেড ও গাড়ী পার্কিং জায়গা রয়েছে।

দেশের প্রথম ইকোপার্ক, মাধবকুন্ড জলপ্রপাতের আশপাশ এলাকার চা বাঁগান, পাঁহাড়ি টিলা ও দেশী-বিদেশী পর্যটক ও ভ্রমণ পিপাসুদের দিন দিন কাছে টানছে। সিলেট থেকে সড়ক পথে আপনি যেভাবে যাবেন, সময় লাগবে মাএ ২/৩ ঘন্টা। অথবা ঢাকা থেকে সড়ক পথে গেলে আপনি শ্রীমঙ্গল, মৌলভীবাজার হয়ে যেতে পারেন। সময় লাগবে মাএ ৭/৮ ঘন্টা। যদি যান, ভ্রমন টি অবশ্যই আপনার স্মৃতি পাতায় আনন্দের স্মৃতিকথা হয়ে রইবে চিরকাল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে