ঢাকা : দেশের ২৪ হাজার নৌপথ পুনরুদ্ধারসহ দেশের বড় বড় নদীতে নৌ যান চলাচল নির্বিঘ্ন করতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ড্রেজারসহ অন্যান্য জলযান ক্রয় করছে নৌ পরিবহণ মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরই ধারাবাহিকতায় ২ হাজার ৮০ কোটি টাকায় ১১টি ড্রেজার ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিআইডব্লিউটিএ।
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে আগামীনিউজ ডটকমকে বলেন, ‘দেশের সকল নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য মাস্টার প্লান করা হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতও দেশের নদ-নদী থেকে অবৈধ উচ্ছেদ নিশ্চিত করার জন্য বলেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং দিক নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। এ জন্য যা যা আমাদের করা প্রয়োজন সব কিছুই করা হবে।’
খালিদ মাহমুদ আরো বলেন, ‘এক্ষেত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে নদীর তলদেশ খননে গ্রেব ড্রেজার, অত্যাধুনিক ২৮ ইঞ্চির কার্টার সাকশন ড্রেজারসহ ১১টি ড্রেজার ক্রয় করছে বিআইডব্লিউটিএ। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ড্রেজার সংগ্রহের জন্য যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।’
বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন আগামীনিউজ ডটকমকে বলেন, ‘আমরা চেষ্টা করছি দেশের সকল নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে। এ জন্য আমাদের আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রয়োজন। এ কারণে গত মাসের ২৬ তারিখে আমরা ১১টি ড্রেজার সংগ্রহের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছি। আগামী মাসে এসব দরপত্র খোলা হবে। যারা অংশ নিবেন তাদের সব কিছু বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। তারা পরবর্তী দেড় থেকে ২ বছরের মধ্যে ড্রেজারসহ অন্যান্য যন্ত্রাংশ আমাদের সরবরাহ করবে।’
ড্রেজিং বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, চারটি প্যাকেজে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজে- অত্যাধুনিক দুটি ২৮ ইঞ্চি মাপের কার্টার সাকশন ড্রেজার, এতে ব্যয় হবে ২শ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় প্যাকেজ- চারটি করে ৮টির দরপত্র আহ্বান করা হয়েছে ২৪ ইঞ্চি মাপের কার্টার সাকশন ড্রেজারের জন্য। এজন্য ব্যয় হবে এক হাজার ৬শ ৮০ কোটি টাকা। তবে এখানে শুধু ড্রেজার নয়, যুক্ত রয়েছে অন্যান্য সহায়ক যন্ত্রাংশও। চতুর্থ প্যাকেজ- নদীর তলদেশ থেকে পলিথিন এবং বর্জ্য উত্তোলনের জন্য দেশে প্রথমবারের মতো ক্রয় করা হচ্ছে গ্রেব ড্রেজার। এতে ব্যয় হবে ২০০ কোটি টাকা।
সূত্র আরো জানায়, প্রথম প্যাকেজ দরপত্র খোলা হবে ১০ মার্চ, দ্বিতীয় ও তৃতীয় প্যাকেজ খোলা হবে ১১ মার্চ এবং চতুর্থ প্যাকেজের দরপত্র খোলা হবে ১২ মার্চ।
আগামীনিউজ/তরিকুল/সবুজ