Dr. Neem on Daraz
Victory Day

পরিধি বাড়ছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের


আগামী নিউজ | সাইফুল হক মিঠু প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ০২:৫৭ পিএম
পরিধি বাড়ছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের

ঢাকা : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রায় দেড় কোটি শিশু মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় আসছে।

এ লক্ষ্যে ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ পর্যায়)’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে প্রস্তাব করেছে। ৪ হাজার ৫৫৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ বছরের শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। 

প্রকল্প সূত্রে জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন। এ প্রকল্পে মসজিদের ইমামগণ শিক্ষাকেন্দ্রে শিশু শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরেজী, আরবী, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে আসছে। দেশের প্রত্যান্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুরা এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হার বৃদ্ধি পেয়েছে। প্রকল্পটির আওতায় অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠিকে শিক্ষা দেয়া হবে। 

আরো জানা যায়, প্রস্তাবিত প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরে এডিপিতে বরাদ্দহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সারাদেশে মসজিদ অবকাঠামো ব্যবহার করে মসজিদ নিকটবর্তী শিশুদের জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা দেয়া।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়সহ প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীর ভর্তির হার বৃদ্ধি ও শিক্ষাথীদের ঝরে যাওয়া রোধ করা হবে। এছাড়া প্রত্যেকটি উপজেলা পর্যায়ে ২টি করে দারুল আরকাম মাদ্রাসা পরিচালনা করা হবে। প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৪৮ লাখ শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক শিক্ষা দেয়া হবে।

৪৬ হাজার সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৭৬ লাখ ১২ হাজার ৫০০ জন স্কুলগামী ও ঝরে পড়া শিক্ষার্থীর পড়াশুনার ব্যবস্থা করা হবে। আর ৭৬৮টি বয়স্ক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৯৬ হাজার জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা ও ধর্মীয় শিক্ষা দেয়া হবে। এছাড়া এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসার মাধ্যমে ৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে এ প্রকল্পে মোট এক কোটি ৩৩ লাখ ৯২ হাজার ২৫০ জন শিক্ষার্থী প্রত্যক্ষ সুবিধাভোগী হবে।

এ প্রসঙ্গে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবে সব বয়সী শিক্ষার্থীরা। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ও আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আগামীনিউজ/মিঠু/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে