ছবি: সংগৃহীত
ঢাকাঃ ছাগলে মাছ খাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখার পর অনেক নেটিজেনরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।
কয়েকদিন আগে ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করা হয়।
ওই ভিডিওতে দেখা গেছে, তৃণভোজী প্রাণী হিসেবে পরিচিত ছাগল একটি পাত্র থেকে কাঁচা মাছ তুলে নিয়ে খাচ্ছে। ওই ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি অনেকে।
ছাগলকে সাধারণত গাছের পাতা, ঘাস খেতেই বেশি দেখা যায়৷ কিন্তু এইভাবে মাছ চিবিয়ে খাচ্ছে ছাগল, তা অকল্পনীয়! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়৷ ইনস্টাগ্রাম, টুইটারে এই ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছেন না নেটিজেনরা।
তবে কবে, কোথা থেকে ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি। জানা যায়নি, ছাগলের এমন আচরণের পেছনের কারণও।