Dr. Neem on Daraz
Victory Day

ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখালো ফেইসবুক!


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১১:৫৬ এএম
ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখালো ফেইসবুক!

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ৫ নম্বর প্রযুক্তি কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর আগে এমন রেকর্ড গড়েছিল অ্যাপল, মাইক্রোসফট, আমাজন ও গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। ২৮ জুন সিএনবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অবৈধ প্রতিযোগিতার অভিযোগ এনেছিল মার্কিন ট্রেড কমিশন (এফটিসি)। এফটিসি ও দেশের ৪৮ অঙ্গরাজ্য মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। মামলায় জিতে যাওয়ার পর ফেসবুকের শেয়ারের দর বেড়ে যায়।

ফেসবুক ও ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা যেসব বিজ্ঞাপন দেখেন তা থেকেই মূল আয়টা আসে ফেসবুকের। এছাড়া বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরি করছে ফেসবুক।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে