Dr. Neem on Daraz
Victory Day

কেন মানুষ দেশের গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিল?


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ১১:২২ এএম
কেন মানুষ দেশের গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিল?

ফাইল ছবি

ঢাকাঃ কেন মানুষ দেশের গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিল? এই গুরুত্বপূর্ণ  বিষয় নিয়ে বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। 

‘আল জাজিরার প্রতিবেদন কিছু হয় নাই’-প্রবক্তারা টেলিফোন ফাঁস এবং ডায়রি সাংবাদিকতা করছেন।রুচি-বিকৃতি কোন পর্যায়ে নামলে মায়ের একান্ত ব্যক্তিগত ডায়রি ছেলেকে দিয়ে সত্যতা নিশ্চিত করানো হয়,তা প্রচার করা হয়!

এই গণমাধ্যম মানুষ পড়বে,দেখবে-আমারা তা প্রত্যাশা করি?

সামাজিক মাধ্যম তো সম্পাদনাহীন প্লাটফর্ম।তার উপর আস্থা রাখা যায় না। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের চেয়ে সামাজিক মাধ্যমের উপর মানুষের আস্থা বেড়ে যাচ্ছে কেন? কেন মানুষ দেশের গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিল? উত্তর অজানা নয়।মোসাহেবী, টেলিফোন ফাঁস আর ডায়রি সংবাদিকতা দিয়ে জনআস্থা ধরে রাখা যায় না।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে