ঢাকাঃ মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক তার ফেসবুকে স্ত্যাটাসে লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র বিশেষ উপহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনের অপেক্ষায়।
প্রতিমন্ত্রীর স্ত্যাটাসটি হুবহু আগামীনিউজের পাঠকদের জন্য নিচে দেওয়া হলো ।
"আলহামদুলিল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র বিশেষ উপহার জেলা ও উপজেলায় ৫৬০টি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি মডেল মসজিদ শুভ উদ্বোধনের অপেক্ষায়।
আমার নির্বাচনী এলাকার নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া পৌর এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
চলনবিলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয়তু দেশরত্ন শেখ হাসিনা"
লেখকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
আগামীনিউজ/সোহেল