Dr. Neem on Daraz
Victory Day

করোনার কাছে মিনতি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ০৩:০০ পিএম
করোনার কাছে মিনতি

ছবিঃ সংগৃহীত

একবার এসে চলে গিয়েছিলে

আবার এসেছো দেখতে,

করোনা, তুমি কেন চাও শুধু

আমাদের প্রাণে মারতে?

প্রাণের ভয়ে জড়োসড় হয়ে

কোনমতে বেঁচে আছি,

এরপরও যদি তুমি হানা দাও

বলো তো কিভাবে বাঁচি !

মৃত্যু কি কোন কঠিন ব্যাপার

বাংলাদেশের বেলা !

মরার জন্য এই দেশে আছে

সব পথগুলো খোলা।

দেহের মৃত্যু, মনের মরণ

সবকিছু দেশে সস্তা,

মরতে মরতে বেঁচে আছে সব

দেখছো না কি অবস্থা ?

কি চলছে সোনার দেশে

পড়ছে না কি চোখে ?

জান বাঁচাতে চলছে সবাই

মুখটা বন্ধ রেখে।

বৈষম্যের পাহাড়ের নিচে

শ্বাস নেয়া বড় দায়,

শ্বাস কষ্ট বাড়াও যদি

বাঁচবো কি করে হায় !

লেখকঃ সম্পাদক ভ্যানগার্ড ও শ্রমিক নেতা। (লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে