ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরের বিষয়ে বাংলা এবং ইংরেজিতে টুইট করলেন। বললেন- "মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি (বঙ্গবন্ধু) একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।" বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের অর্ধশতবছরপূর্তি এই - ৩ মেগা ইভেন্টকে সামনে রেখে বাংলাদেশ সফরে আসছেন মোদি।
গত রাতে তার সফরের আনুষ্ঠানিক ঘোষণা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে দিল্লির বিদেশ মন্ত্রক। ভারতের ফরেন পলিসিতে বাংলাদেশের গুরুত্বের বিষয়টি তুলে ধরে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধারমন্ত্রী। আর সেই সফর হচ্ছে ঘানিষ্ঠ প্রতিবেশি বাংলাদেশে। এটাই প্রমাণ বাংলাদেশকে ভারত কতোটা গুরুত্ব দেয়।।