অবিশ্বাস্য, অদ্ভুত অনেক কিছু দেখা যায় প্রকৃতিতে, যার রহস্য উন্মোচন হয় না অনেক সময়। তেমনি এবার দেখা গেল মাছের দাঁত ও ঠোঁট একেবারে মানুষের মতো। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো।
জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়।
মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্ট এর মতো।
আগামীনিউজ/জেএফএস