Dr. Neem on Daraz
Victory Day

মুনাফিক কারা?


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ১১:২৭ এএম
মুনাফিক কারা?

ঢাকাঃ নিম্নে কোরআন হাদিসের রেফারেন্সগুলো পড়লেই বুঝতে পারবেন।

১: মুনাফিকরা ঈমানদারদের নির্বোধ মনে করে।বাক্বারা-: ১৩
২:মুনাফিকরা ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে রাজি না।আনকাবুত-১০
৩:মুনাফিকরা সব দলেই থাকতে চায়।বাক্বারা :১৪
৪ :মুনাফিকরা সুযোগ সন্ধানী।আন নেসা:১৪১
৫: ইসলামপন্হীদের কল্যান মুনাফিকদের কষ্ট। আত -তাওবা:৫০
৬:মুনাফিকরা সত্যের বিনিময়ে মিথ্যা কিনে নেয়।বাক্বারা :১৬
৭: মুনাফিকরা ইসলামপন্হীদের বিরোদ্ধে  মিথ্যা সংবাদ প্রচার করে।আল-আহযাব :৬০
৮: মুনাফিকরা চিন্তা ও আর্দশের দিক দিয়ে অপবিত্র। আত-তাওবা :৯৫
৯: মুনাফিকেরর চিহ্ন ৩টি বৈশিষ্ঠ ৪টি:
-রাসুল( সা:) বলেন মুনাফিক হল যারা-
*কথায় কথায়  মিথ্যা বলে।
*ওয়াদা দিলে ভঙ্গ করে।
*আমানতের খেয়ানত কর।
* জগড়া হলে অশ্লীল ভাষা ব্যবহার করে।
১০: মুনাফিকদেরকে নামাজ খুবিই কঠিন মনে হয়।আত-তাওবা:৫৪
১১: মুনাফিকরা প্রদর্শনীর উদ্দেশ্যে নামাজে আসে।আন-নেসা:১৪২
১২: মুনাফিকরা কাফিরদের স্বার্থে কাজ করে।আল হাশর:১১
১৩: মুনাফিকরা কোরআন ও হাদীসের কথা শুনে কিন্তুু মানে না।আন আনফাল:২১
১৪: মুনাফিকরা সৎকাজে বাধা দেয়।আত তাওবা:৬৭
১৫: মুনাফিকরা বিচারের রায় নিজেদের পক্ষে চায়।আন নুর:৪৯
১৬ঃমুনাফিকরা কাফিরদের কথা অনুযায়ী চলে।মুহাম্মদ: ২৬
১৭: মুমিনরা মুনাফিকদের অনুসরন করে চলে না।আল ইমরান:১৪৯
১৮: মুমিনদের বিরোদ্ধে মুনাফিকরা ষড়যন্ত্র করে।আন নেসা:১৩৯
১৯ঃ মুনাফিকরা অমুসলিমদের বন্ধু বানায়।আন নেসা:১৩৯
২০: রাসুল( সা:) কে নবী হিসাবে সাক্ষ্য দেওয়ার পরেও মুনাফিক।মুনাফিকুন :১
২১: তাদের চেহেরা ও কথাবার্তা সুন্দর হবে।সুরা মুনাফিকুন:৪

সম্ভব হলে আয়াতগুলো ব্যখ্যা পড়ে চিন্তা করে দেখুন আপনি ও আপনার আসেপাশে কাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে ?!!

Copy Aman-Ullah Syed

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে