Dr. Neem on Daraz
Victory Day

ঈদে মিলাদুন্নবী নিয়ে কেন এত বির্তক?


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৪:৫৪ পিএম
ঈদে মিলাদুন্নবী   নিয়ে কেন এত বির্তক?

ঢাকাঃ ১) যারা পালন করতে চান না বা বিদাত মনে করেন তারা করবেন না। কেউ কি আপনাদের পালন করতে বাধ্য করছে?
২) যারা বলছেন কোরান হাদিসে বা সাহাবাদের কেউ পালন করতে বলেন নাই বা পালন করেন নাই। ভাল কথা।কিন্তু কোরান হাদিসে বা সাহাবারা পালন করতে মানা করেছেন এমন প্রমান কি আছে?
৩) সমাজে এত বিদাত প্রচলিত থাকতে তা নিয়ে কথা না বলে  আল্লাহর নামের সাথে যে নবীর নাম বলে মুসলমান হয়ে ইসলামে দাখিল হয়েছেন তার উম্মত বলে দাবী করেন তার জন্ম দিনে তার জীবনী আলোচনায় আর দোয়া মাহফিলকে কেন বিদাত বলা হচ্ছে? 
৪) ঈদে মিলাদুন্নবী তো ফরজ আর সুন্নত হিসেবে পালন করা হচ্ছে না। তা হলে ইসলামের কি ক্ষতি হচ্ছে?
৫) অনেক ঈমানদার আর আশেকে রাসুল(সাঃ)দাবিদাররা বলছেন - ইয়াজিদ আর উহাবীদের বংশধররাতো মুসলমান রুপেই সমাজে বিরাজমান আর তারাই ঈদে মিলাদুন্নবী নিয়ে নেতিবাচক কথা বলছে।
এতে মুসলমানদের মধ্যে বিভক্তির সৃষ্টি  হচ্ছে।
যে অনুষ্ঠান পালনে ইসলামের কোন ক্ষতি হচ্ছে না, আমরা যার উম্মত তার জন্ম দিনে কোরান তেলাওয়াত,দরুদ পাঠ,জীবনী আলোচনা,দোয়ার মাহফিল আয়োজনে এক শ্রেণীর লোকদের কেন সহ্য হচ্ছেনা বা তারা আসলেই মুসলমান কিনা তা নিয়েই এখন  প্রশ্ন দেখা দিয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে