Dr. Neem on Daraz
Victory Day

ডিএনসিসির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৬:০৬ পিএম
ডিএনসিসির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন

ঢাকাঃ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কার্যক্রম শুরুর পর থেকে ইতোমধ্যেই ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।

এছাড়াও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, উল্লেখিত সময়ের মধ্যে পাঁচটি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এই তথ্য নিশ্চিত করেছেন। শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো- দক্ষিণ সিটির ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে