Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ সিটির ৫ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৫:৫৪ পিএম
দক্ষিণ সিটির ৫ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকাঃ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটির পাঁচটি ওয়ার্ডের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল সাড়ে চারটায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এই তথ্য জানান।

এই কর্মকর্তা জানান, দক্ষিণ সিটির ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে অবহিত করার অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সাড়ে তিনশর ওপর যান-যন্ত্রপাতি নিয়োজিত আছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি। প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশাবাদী গতবারের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো। গতবারও যেভাবে সফল হয়েছি ইনশাআল্লাহ এবারও নির্ধারিত সময়ের মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পারব, ঢাকাবাসীকে আরও বেশি সুফল দিতে পারব।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, দুই দিনের মধ্যেই যেন পশু জবাইয়ের কাজ শেষ করা হয় এবং কোনোভাবেই যেন তৃতীয় দিন পর্যন্ত এটা না নেওয়া হয় সে বিষয়ে সবার কাছে অনুরোধ করছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে