Dr. Neem on Daraz
Victory Day

ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণের আশ্বাস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৩:৫০ পিএম
ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণের আশ্বাস

ঢাকাঃ প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর বারিধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র।

সাক্ষাৎকালে মেয়র আতিক ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রুবেলের মৃত্যুতে সহমর্মিতা জানান। এ সময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী দেন। এছাড়া রুবেলের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তার কবর সংরক্ষণের বিষয়ে আশ্বাস দেন ডিএনসিসি মেয়র।

সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মেয়র আতিক বলেন, ‘রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকব এবং সিটি কর্পোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।’

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু এবং গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার অর্জন করেছে। সর্বোপরি রুবেল একজন নম্র-ভদ্র ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমি ওমরা পালনে পবিত্র নগরী মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যুর সংবাদ পেয়েছি এবং পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি করেছিলেন মক্কায় থাকাকালীন সেটি জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। আজ আমি রুবেলের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই সকল ব্যবস্থা নেওয়া হবে। ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আবেদনে সাড়া দেওয়ায় এবং সাক্ষাতের জন্য রুবেলের স্ত্রী চৈতি ফারহানা ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে