Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা ওয়াসায় প্রবেশ বন্ধ, অনলাইনে মিলবে সেবা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০২:৫৮ পিএম
ঢাকা ওয়াসায় প্রবেশ বন্ধ, অনলাইনে মিলবে সেবা

ঢাকাঃ করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা ওয়াসার সকল অফিস, দফতর, জোন অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যেমে পরিচালিত হচ্ছে। এই সময়ে সংস্থাটির সকল অফিসে বহিরাগতদের প্রবেশ স্থগিত করে গ্রাহক সেবা অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে ঢাকা ওয়াসায় এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এছাড়া অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, ঢাকা ওয়াসার সকল অফিসে প্রবেশের ক্ষেত্রে করোনা প্রতিরোধী টিকার ২য় ডোজ সম্পন্নের সনদ প্রদর্শন করতে হবে, এছাড়া কেউ কোনও প্রয়োজনেই ভিতরে ঢুকতে পারবেন না। ঢাকা ওয়াসার যে কোনও কর্মস্থলে সকল প্রকার সভা, সমাবেশ ও জমায়েত স্থগিত করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রযোজ্যক্ষেত্র ব্যাতীত ঢাকা ওয়াসার গ্রাহক সেবা অনলাইনের মাধ্যমে পরিচালিত করতে হবে। এছাড়া ঢাকা ওয়াসার দাফতরিক সভা অনলাইনে প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যারা অফিসে থাকবে তাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি ঢাকা ওয়াসার সকল পাম্প হাউজে অপারেটর ব্যতীত সকল বহিরাগত লোকের প্রবেশ রোহিত করা হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, কোনও গ্রাহক বা ঠিকাদার অফিসে না এসেও জরুরি নম্বর ১৬১৬২ নম্বরে কল করে যোগাযোগ করতে পারবেন। 

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে