Dr. Neem on Daraz
Victory Day

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলাচলও বন্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০১:৩২ পিএম
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চলাচলও বন্ধ

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ ঘিরে হাতিরঝিলে বন্ধ রয়েছে ওয়াটার ট্যাক্সি চলাচল। সোমবার (১০ জানুয়ারি) ভোর থেকে এ সেবা বন্ধ রয়েছে। দুপুর ২টার পর থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল পুনরায় চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে আজ রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত বন্ধ থাকবে। আজ হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওয়াটার ট্যাক্সির গুলশান জেটিতে গিয়ে দেখা যায়, সেখান থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি টিকিট কাউন্টার এবং তাদের অফিসও বন্ধ রয়েছে। কাউন্টারের সামনে যাত্রীদের অবগতির জন্য একটি নোটিশ টানানো আছে। নোটিশে উল্লেখ করা হয়, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু ম্যারাথন ২০২২ উদযাপন উপলক্ষে সোমবার দুপুর ২টা পর্যন্ত হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিসের যাত্রী সেবা বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে ফের যাত্রী সেবা চালু হবে।’

এদিকে ওয়াটার ট্যাক্সি চলাচলের বিষয়টি না জেনে অনেক যাত্রীই গুলশান জেটি থেকে ফিরে যাচ্ছেন। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে