Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীতে থাকছে না বাসের সিটিং ও গেটলক সার্ভিস


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৩:১৩ পিএম
রাজধানীতে থাকছে না বাসের সিটিং ও গেটলক সার্ভিস

ফাইল ছবি

ঢাকাঃ আগামী তিন দিনের মধ্যে ঢাকায় সিটিং সার্ভিস ও গেট লক বাসের সেবা বন্ধ হতে যাচ্ছে। এছাড়া তিন দিনের মধ্যে সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

বুধবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি দাবি করেছেন, রাজধানী ও আশপাশের এলাকায় চলাচলরত ৬ হাজার বাসের মধ্যে ১৯৬টি সিএনজিচালিত বাস পাওয়া গেছে, শতকরা হিসাবে যা ৩ দশমিক ২৬ শতাংশ। এর বাইরে আরও সিএনজিচালিত বাস আছে কি না, তা খতিয়ে দেখবে সমিতি।

আগামী তিন দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে আলাদা স্টিকার লাগানো হবে। তখন সিএনজিচালিত বাস বাড়তি ভাড়া নিতে পারবে না বলে জানান খন্দকার এনায়েত উল্লাহ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে