Dr. Neem on Daraz
Victory Day

অ্যাপসের মাধ্যমে অবৈধ সুদের ব্যবসা, প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১১:৪০ এএম
অ্যাপসের মাধ্যমে অবৈধ সুদের ব্যবসা, প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি (সংগৃহীত)

ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ। বুধবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের সদস্য বলে ডিএমপি সুত্রে জানা গেছে।  প্রাথমিকভাবে প্রতারকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীতে অভিযান চালিয়ে অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান (অতিরিক্ত কমিশনার) এ কে এম হাফিজ আক্তার।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে