ঢাকাঃ রাজধানীর তেজগাঁও এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিতু (২৮) মারা গেছেন। শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি বলেন, শুক্রবার তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু ও ইয়াসিন আমাদের এখানে ভর্তি হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। পরে জিতু রাত সাড়ে ৩টায় আইসিইউর ১০ নম্বর বেডে মারা যায়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় আরও একজন ইয়াসিন তালুকদার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে। আইসিইউতে ইয়াসিনের চিকিৎসা চলছে।
এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় ছয় তলা একটি ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন তলার সেই রুমে থাকা দু’জন দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট স্থানান্তর করা হয়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ওই বাসায় গ্যাস লিকেজ ছিল। পরে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ হয়। মৃত্যুর আগে জিতু এ কথা বলে গেছেন। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের মর্গে রাখা হয়েছে।
আগামীনিউজ/বুরহান