ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করার অভিযোগে ঢাকার গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এর ১২৮ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় ওই বাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, এম আবুল কালামের ছেলে ফয়সাল কালাম (৪০), আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (৪০) ও মোঃ সৈয়দ আহম্মদের ছেলে মোঃ নুর আলম (৪৫)। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) গুলশান সার্কেল।
অধিদফতরের সহকারি পরিচালক মেহেদী হাসান স্বাক্ষরিত সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের বাড়িটি থেকে জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। 'কালাম রিয়েল এস্টেট' এর স্বত্বাধিকারী এম আবুল কালাম-এর ছেলে ফয়সাল কালাম (৪০) দীর্ঘ দিন ধরে গুলশান ও বনানী এলাকায় বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করে আসছে বলে জানতে পারে অধিদফতর। অভিযান পরিচালনার আগে ১৫ দিন ধরে ফয়সাল কালামকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার বাসায় অভিযান চালানো হয়।