Dr. Neem on Daraz
Victory Day

গুলশানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল বিদেশি মদ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৫:৪৮ পিএম
গুলশানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল বিদেশি মদ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করার অভিযোগে ঢাকার গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এর ১২৮ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় ওই বাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, এম আবুল কালামের ছেলে ফয়সাল কালাম (৪০), আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (৪০) ও মোঃ সৈয়দ আহম্মদের ছেলে মোঃ নুর আলম (৪৫)। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) গুলশান সার্কেল। 

অধিদফতরের সহকারি পরিচালক মেহেদী হাসান স্বাক্ষরিত সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের বাড়িটি থেকে জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। 'কালাম রিয়েল এস্টেট' এর স্বত্বাধিকারী এম আবুল কালাম-এর ছেলে ফয়সাল কালাম (৪০) দীর্ঘ দিন ধরে গুলশান ও বনানী এলাকায় বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করে আসছে বলে জানতে পারে অধিদফতর। অভিযান পরিচালনার আগে ১৫ দিন ধরে ফয়সাল কালামকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার বাসায় অভিযান চালানো হয়।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে