Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মেয়রের


আগামী নিউজ | রাজধানী ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২১, ০১:৪৫ পিএম
রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মেয়রের

ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দ্রুততম সময়ের ভেতর রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় চলতি বর্ষা মৌসুমে যে ধরনের ভারি বৃষ্টিপাত হচ্ছে তার ধারণ ক্ষমতা ঢাকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মেয়র বলেন, অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যার কিছুটা সুফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

মেয়র আরও বলেন, রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতা নিরসনে পুলিশ লাইনের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনও অবস্থাতেই যেন ড্রেনে না পড়ে সে বিষয়ে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে