Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ সিটির ৬২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০২:০২ পিএম
দক্ষিণ সিটির ৬২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

ফাইল ছবি

ঢাকাঃ বিভিন্ন কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬২ পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) ডিএসসিসি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির সংস্থাপন শাখা-৩ সহকারী সচিব মোহা. রোকানুজ্জামান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশ জারি করা হয়। 

ডিএসসিসি সূত্রে জানা যায়, অনেকের বয়স ৫৯ বছর উত্তীর্ণ হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ কেউ শারীরিক অক্ষম হয়ে পড়ায় তাদের   কর্মাবসান করা হয়। এছাড়া একজনের পরিবর্তে অন্যজন কাজ করার মতো ঘটনারও প্রমাণ পাওয়া গেছে। কেউ কেউ কর্তব্য কাজে অবহেলা করছিলেন।

মোহা. রোকানুজ্জামান জানান, চাকরিতে সংশ্লিষ্টদের সাথে অসদাচরণ করাসহ তদন্তকালে কোনো কোনো পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন না। এছাড়া কারও কারও চাকরি গেছে অসুস্থতাজনিত কারণে অক্ষমতা এবং তদন্তে মিথ্যা তথ্য দেওয়ায়। সবমিলিয়ে ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীর কর্মাবসান করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরিভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের পরিচয়পত্র দিতে ডাটাবেজ তৈরির জন্য তথ্য যাছাই-বাছাইয়ে একটি কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে এসব কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে