Dr. Neem on Daraz
Victory Day

সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে হামলা, মামলায় আসামি কয়েক হাজার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৩:৫৯ পিএম
সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে হামলা, মামলায় আসামি কয়েক হাজার

সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল / ছবি : সংগৃহীত

ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রাতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছিল তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে দেওয়া হবে।

এদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মামলাটি দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলায় জামায়েত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাঈদীকে। পরদিন সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে