ঢাকাঃ নীলক্ষেত থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় থেকে সরে দাঁড়ায় তারা।
নীলক্ষেত মোড় এলাকায় বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে প্রবেশ করেছেন।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের একদফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছিল। এতে যানচলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা বিষয়টি নিয়ে কলেজগুলোতে কথা বলেছি। পরে সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে আলোচনার জন্য গিয়েছেন। এরপরও কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছিলেন। আমরা তাদের এই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে। পরবর্তী সময়ে যেকোনো সমস্যা এড়াতে আমাদের পুলিশ কর্মকর্তারা এখানে অবস্থান করছেন।
বুইউ