ঢাকাঃ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির আফিয়া জাহিন নামে এক ছাত্রী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফিয়া বনশ্রী আইডিয়ালের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর প্রভাতি শাখার (ইংরেজি ভার্সন) সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তিনি বলেন, কয়েকদিন ধরে আফিয়ার জ্বর ছিল। হাসপাতালে নেওয়ার পর টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে নিষ্পাপ মেয়েটা মারা গেছে। তার বাবা-মাকে আল্লাহ এ শোক সহ্য করার ক্ষমতা দিন সেই দোয়া করি।
আফিয়া জাহিনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাইম বলেন, মেয়েটা খুব ভালো ছিল। খুব নম্র-ভদ্র ছিল। রাতে ওর মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছে এখনো আমার সামনে ওর নিষ্পাপ চেহারা জ্বলজ্বল করছে।
এর আগে গত ১৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়। সেও বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জ্বরে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর পর গত ৩১ জুলাই মতিঝিল আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। সে বাংলা ভার্সনের ছাত্র ছিল।
বুইউ